
নিউজটাইম ওয়েবডেস্ক : পুলিশের তৎপরতায় পাচারকারীকে তাড়া করে উদ্ধার ১৯ টি সোনার বিস্কুট । উদ্ধার হওয়া সোনার বিস্কুটের ওজন ২ কিলোগ্রাম । দাম আনুমানিক এক কোটি ২০ লক্ষ টাকা। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বসিরহাটের ইছামতী সেতু সংলগ্ন এলাকায় ।গোপন খবরের ভিত্তিতে ট্রাফিক পুলিশের কর্মীরা একটি বাইককে তাড়া করে ।
সেতু থেকে নামার সময় পুলিশের তাড়া খেয়ে বাইক আরোহী বাইকটিকে ফেলে তার কাছে থাকা একটি প্যাকেট রাস্তার পাশের ড্রেনে ফেলে দিয়ে চম্পট দেয় ।পুলিশ কর্মীরা ড্রেন থেকে ওই প্যাকেটটি তোলার পর তার ভিতর থেকে উদ্ধার হয় ১৯ টি সোনার বিস্কুট যার ওজন আনুমানিক ২ কেজি। পুলিশের প্রাথমিক অনুমান বাংলাদেশ থেকে অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে পাচারকারীরা সোনার বিস্কুট গুলি নিয়ে এসেছে। ঘটনার পিছনে কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023