“পুলওয়ামা হামলায় আখেরে কার লাভ”, প্রশ্নবাণে মোদিকে আক্রমণ রাহুলের

নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার বর্ষপূর্তি। গত বছর এই দিনটিতেই পুলওয়ামায় সন্ত্রাসবাদী বিস্ফোরণে শহিদ হন ৪০ সিআরপিএফ জওয়ান। শুক্রবার এই দিনটিকেই হাতিয়ের করে কাপুরুষোচিত জঙ্গি হামলার সমালোচনায় সরব হলেন রাহুল গান্ধী। এদিন তিনি ট্যুইটে প্রধানমন্ত্রীকে আক্রমন করে প্রশ্ন করেন, “এই হামলায় আখেরে কারা লাভবান হয়েছেন?” তাঁর এই ট্যুইটের পরেই তাঁকে ‘সন্ত্রাসবাদীদের সহমর্মী’ বলে তোপ দাগে বিজেপি শিবির।

শুক্রবার পুলওয়ামা হামলার বর্ষপূর্তি উপলক্ষে ৪০ জন শহীদ জওয়ানকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সরকারের অন্য প্রতিনিধিরা। তবে পুলওয়ামা হামলার পেছনে সরকারের নিরাপত্তাজনিত ব্যর্থতাকেও দায়ী করেছেন রাহুল৷ একইসাথে জঙ্গি হামলার তদন্ত প্রসঙ্গে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা। তাঁর কথায়, দেশের জন্য বলিদান দেওয়া শহিদরা অপমাণিত হয়েছেন।

পুলওয়ামায় হামলার পিছনে নিরাপত্তাজনিত ব্যর্থতাকেও দায়ী করেছেন রাহুল৷ একইসঙ্গে জঙ্গি হামলার তদন্তের গতিপ্রকৃতি নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ৷ রাহুলের এই মন্তব্যের পরই আসরে নেমেছে গেরুয়া শিবির। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ট্যুইটের পরই তাঁকে পাল্টা আক্রমন করেছে বিজেপি। তাঁদের কথায়, “রাহুল গান্ধি এলইটি, জৈশ-ই-মহম্মদের প্রতি সহানুভূতিশীল বলে পরিচিত; রাহুল স্রেফ দেশের সরকারই নয়, দেশের নিরাপত্তা বাহিনীকেও আক্রমণ করেছেন। এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক মঞ্চে বরং পাকিস্তানই সুবিধা নেবে।”

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube