পুরুষ থেকে নারী হয়ে ওঠার লড়াই সামলেও উচ্চ মাধ্যমিকে সেরা শরণ্যা

।। স্বর্ণালী মান্না ।।

বুধবার প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল । সেই মেধাতালিকায় সপ্তম স্থানে রয়েছেন হুগলির জনাই ট্রেনিং হাই স্কুলের পড়ুয়া শরণ্যা । তিনি রূপান্তরকামী । স্বাভাবিকভাবেই এত ভাল ফল করে বেশ খুশি শরণ্যা । তাঁর স্বপ্ন সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে রূপান্তরকামীদের হয়ে কাজ করার ।

যুগ্মভাবে সপ্তম হওয়া শরণ্যা জানায়, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের মেধাতালিকায় এখনও তাঁকে পুরুষ বলেই চিহ্নিত করা আছে ।তবে সে নিজেকে নারী বলে ভাবতেই বেশি স্বাচ্ছন্দ । তবে এই লড়াইয়ে সে একা নয় । সে পাশে পেয়েছে তাঁর পরিবারকে, শিক্ষক ও শিক্ষিকাদের ।

স্কুল সুত্রে জানা যাচ্ছে, যথেষ্ট মেধাবী শরণ্যা । সকলেই আশা করেছিলেন ভাল ফল করবে সে । তাই উচ্চ মাধ্যমিকে সপ্তম হওয়াতে যথারীতি খুশি সকলেই ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube