
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। প্রসেনজিৎ সাহা ।।
পুরসভার জল প্রকল্পের পাইপ লাইন থেকে বের হচ্ছে বিষাক্ত কেঁচো। যা নিয়ে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে দক্ষিন ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার ১৬ টি ওয়ার্ডে। এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচরে বসে স্থানীয় পুলিশ প্রসাশন। ঘটনায় পুরসভার দুই ইঞ্জিনিয়ার সহ মোট সাত জনকে আটক করলো পুলিশ। কয়েক কোটি টাকা ব্যয়ে নদীর জলকে পরিশ্রুত করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ডায়মন্ড হারবার পুরসভায় গঙ্গোত্রী নামে জল প্রকল্প চালু হয়। অবশ্য প্রকল্প শুরু হওয়ার পর থেকেই পুরসভাবাসীর অভিযোগ জলের পাইপ লাইন থেকে প্রায়শই নোংরা জল আসে। সম্প্রতি জলের পাইপ থেকে বিষাক্ত কেঁচো বের হয়। সেই বিষাক্ত কেঁচো স্থানীয় একটি বিদ্যালয়ের মিউজিয়ামে সংগ্রহ করে রাখা হয়। এই খবর প্রকাশ্যে আসতেই ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে বৃহস্পতিবার সটান হাজির হন ডায়মন্ডহারবার পুরসভায়। ঘটনায় পুরসভার দুই ইঞ্জিনিয়ার প্রবীর পল্লে ও মৃদুল মন্ডলকে আটক করে পুলিশ। ঘটনায় আরও পাঁচ পুরকর্মীকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এ বিষয়ে পুরসভার চেয়ারম্যান কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023