
নিউজটাইম ওয়েবডেস্ক : অবশেষে বিরোধীরা বারবার ব্যালট ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করেছিলেন বিরোধীরা তবে জাতীয় নির্বাচন কমিশন ইভিএম-এর মাধ্যমেই নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিলেন। বিরোধীদের মধ্যে ইভিএম বিরোধিতার অন্যতম মুখ ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর সরকারের সুপারিশেই ফিরতে পারে ব্যালট।
২০২০র এপ্রিল মাসেই হতে পারে রাজ্যের পুরনির্বাচন বলে জানা গেছে এই নিয়ে বুধবার এক বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন জেলাশাসক ও কলকাতার দুই নির্বাচনী আধিকারিক। সেখানেই তাদের আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়। প্রসঙ্গত, এর আগে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ দাবি ছিল যে, ইভিএম নয়, ব্যালট চাই। তাছাড়া লোকসভা নির্বাচনের সময় থেকেই ইভিএমের পরিবর্তে ব্যালট ফেরানো নিয়ে মুখর হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা ব্যানার্জী ব্যালটে নির্বাচন চাইলেও বাম-কংগ্রেস ও বিজেপি ইতিমধ্যেই ইভিএম-এ ভোট করানোর পক্ষ নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022