
নিউজটাইম ওয়েবডেস্ক : পুরভোটের মুখে শোভন চট্টোপাধ্যায় আবার ও আলোচনার বিষয় রাজনীতিতে ।
রত্না দাসের হাতে তৃণমূল বেহালা পূর্ব কেন্দ্রের দায়িত্ব তুলে দেওয়ার পরেই নড়েচড়ে বসলেন শোভন ও তাঁর বান্ধবী। সূত্রের খবর, মঙ্গলবার শোভনের সঙ্গে ফোনো কথা হয়েছে বিজেপি সভাপতি জেপি নড্ডার। পুরভোটে বিজেপির হয়ে লড়ার আভাস দিয়েছেন শোভন। ওদিকে সঙ্গলবার দিন দুপুরে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর তিনি পার্থকে জানিয়েছেন, তৃণমূলের হয়ে আর মাঠে নামা সম্ভব নয় শোভনের। গত সপ্তাহে শোভনের কেন্দ্র বেহালা পূর্বের দায়িত্ব রত্না চট্টোপাধ্যায়ের হাতে তুলে দিতেই ক্ষোভে ফেটে পড়েন শোভন। সূত্রের খবর, এর পরই ফের রাজনীতির ময়দানে নামার সিদ্ধান্ত নেন তিনি। সূত্রের খবর, এই নিয়ে মঙ্গলবার বিজেপি সভাপতির সঙ্গে কথাও হয়ে গিয়েছে তাঁর। খুব সম্ভবত,কলকাতা পুরসভা নির্বাচনে বিজেপির মুখ হতে চলেছেন তিনি। ওদিকে এদিনই তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রায় ২ ঘণ্টার বৈঠক শেষে বেরিয়ে তিনি নিশ্চুপ ছিলেন। তবে সূত্রের খবর, শোভনের পক্ষে যে আর তৃণমূলে ফেরা সম্ভব নয় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022