
নিউজটাইম ওয়েবডেস্ক : প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রস্তুত করা হচ্ছে করোনাভাইরাসের ভ্যাকসিন। আমেরিকার বায়োটেকনোলজি ফার্ম কোডাজেনিক্সের সঙ্গে মিলিত হয়ে এই ভ্যাকসিন তৈরি করছে পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই)। আগামী ছয় মাসের মধ্যে এই ভ্যাকসিন হিউমান ট্রায়ালের জন্য কাজ শুরু করবে বলে মনে করা হচ্ছে।
পরীক্ষাগারে করোনার মোকাবিলায় সিন্থেটিক ভাইরাস তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন এসআইআই-এর সিইও আদর পুনাওয়ালা। মার্কিন সহযোগীর সাহায্যে ক্যান্ডিডেট ভ্যাকসিন তৈরি করা হচ্ছে, যা অনেক তাড়াতাড়ি মানুষের শরীরে ঢাল হিসেবে কাজ শুরু করতে পারবে বলে দাবি করেছেন পুনাওয়ালা। ভারতে এই প্রথম কোনও ভ্যাকসিন এত তাড়াতাড়ি তৈরি হল বলে জানিয়েছেন পুনাওয়ালা। এরপর হিউম্যান ট্রায়াল ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ছাড়পত্র পেতে আরও অন্তত এক বছর লাগতে পারে। ২০২২-এর শুরুতেই এই ভ্যাকসিন বাজারে চলে আসবে বলে আশা করছেন তিনি। এই প্রকল্পটির খরচ প্রায় ২৫০-৩০০ কোটি টাকা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022