পুজোর আগেই শুরু হতে চলেছে মাঝেরহাট মেট্রো পরিষেবা

মাঝেরহাট মেট্রো পরিদর্শনে এলেন মেট্রোর জেনেরাল ম্যনেজার পি উদয় কুমার রেড্ডি । মাঝেরহাট স্টেশন পরিদর্শন করলেন পি উদয় কুমার রেড্ডি, ও তাঁর সাথে ছিলেন আরও মেট্রো আধিকারিকরা ।

মেট্রোর কাজ কেমন চলছে তা খতিয়ে দেখলেন তাঁরা । তিনি জানালেন কাজ দ্রুত গতিতে হচ্ছে, ও আশা করা যাচ্ছে দূর্গা পূজার আগে মাঝেরহাট পর্যন্ত পরিষেবা চালু করা যাবে ।

এর পাশাপাশি মেট্রো আধিকারিকরা চেষ্টা করছেন যাতে ২০২৬-এর মধ্যে বিবাদীবাগ পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের কাজ সম্পন্ন করা যায় । তাহলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন । সুত্রের খবর, এই মেট্রো মোমিনপুরের কাছে গিয়ে মাটির তলায় প্রবেশ করবে । তখন ভূগর্ভস্থ টানেলের মাধ্যম দিয়ে এই মেট্রো চলে যাবে বিবাদীবাগে । এমনটাই জানালেন মেট্রো জেনেরাল ম্যনেজার ।

জোকা বিবাদী বাগ মেট্রোর নতুন সংযোজন নিয়ে বেশ আশাবাদী মেট্রোরেল কর্তৃপক্ষ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube