
নিউজটাইম ওয়েবডেস্ক : ২৮ আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পরীক্ষা নেওয়া হবে। তবে সেপ্টেম্বর মাসে কোনও পরীক্ষা নেওয়া হবে না। পরীক্ষা হবে অক্টোবরে। শুধু তাই নয় সেদিন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তিনি নির্দেশ দিয়েছিলেন ৭ দিনের মধ্যে বিশেবিদ্যালয়ের উপাচার্দের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় সিদ্ধান্ত ঘোষণা করে দিতে। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মেনেই সোমবার দুপুরে ভার্চুয়াল বৈঠকে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন পার্থবাবু। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় অক্টোবর মাসে পুজোর আগে হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। পুজোর পরে সেই পরীক্ষার ফলাফল বার হবে।
জানা গিয়েছে বৈঠকে উপাচার্যরা জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে না এনে পরীক্ষা নিলে ভাল হয়। প্রয়োজন হলে ওপেন বুক মাধ্যমে বা অফলাইনে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার পর অক্টোবরেই ফলাফল প্রকাশেরও চেষ্টা করা হবে। তবে পরীক্ষা নিয়ে আলাদা করে কোনও সরকারি বিজ্ঞপ্তি দেওয়া হবে না। আগামী ১-১৮ অক্টোবরের মধ্যেই পরীক্ষার নেওয়ার কাজ শেষ করবে ইউজিসি অধীনস্ত কলেজগুলো। ইউজিসির দেওয়া গাইডলাইনে বলা হয়েছিল পরীক্ষা তিনভাবে নিতে পারে যে কোন বিশ্ববিদ্যালয় বা কলেজ। আর সেইমতোই শুরু হয়েছে প্রস্তুতি।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022