
নিউজটাইম ওয়েবডেস্ক : দু’সপ্তাহের জন্য পিছিয়ে গেল সুনানি। আদালতে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহর ভবিষ্যৎ নির্ধারিত হবে অগস্টে।
লোধা কমিটির প্রস্তব অনুযায়ী রাজ্য সংস্থা ও বিসিসিআই মিলিয়ে প্রশাসক হিসেবে কেউ ৬ বছর কাটিয়ে ফেললে, তাঁকে ৩ বছরের জন্য কুলিং-অফে যেতে হবে। সিএবি ও বিসিসিআই মিলিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৬ বছর পূর্ণ হচ্ছে আগামী ২৭ জুলাই। গুজরাত ক্রিকেট সংস্থা ও ভারতীয় বোর্ড মিলিয়ে ৬ বছর ইতিমধ্যেই পূর্ণ করেছেন জয় শাহ। বিসিসিআই কুলিং-অফের নিয়ম বদলাতে চেয়ে আবেদন করে সুপ্রিম কোর্টে। তারা দাবি জানায়, সৌরভ ও জয় শাহকে রাজ্য সংস্থা বাদ দিয়ে শুধু মাত্র ভারতীয় বোর্ডে নিজেদের দু’টি মেয়াদের সময়সীমা পূর্ণ করতে দেওয়া হোক। অথাৎ, ২০১৯-এ দায়িত্ব নেওয়া দুই প্রশাসককে ২০২৫ পর্যন্ত পদে থাকার অনুমতি দেওয়া হোক। বিসিসিআইয়ের সেই মামলার সুনানির কথা ছিল বুধবার। এদিনই শীর্ষ আদালত রায় দিতে পারে বলে মনে করা হচ্ছিল। তবে প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বে এল নাগেশ্বর রাওয়কে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ সুনানি দু’সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022