
নিউজটাইম ওয়েবডেস্ক : প্রত্যাশা মতোই বদলে গেল আইপিএলে সূচি। বদল হল ম্যাচ শুরুর সময়েও।
আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকের শেষে বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে ঘোষিত হল আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়র লিগের সূচি। বোর্ডের তরফে আগেই জানানো হয়েছিল আইপিএল ২০২০ শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৮ নভেম্বর। তবে ব্রাডকাস্টার স্টার স্পোর্টস দীপাবলির সপ্তাহটাকে ফাইনালের আগে ব্যবহার করতে চাওয়ায় খেতাবি ম্যাচের দিন বদলে দেওয়া হয়। ৮ নভেম্বরের পরিবর্তে আইপিএলের ফাইনাল খেলা হবে ১০ নভেম্বর। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এবার আইপিএলের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। সচরাচর ডাবল হেডারে বিকালের ম্যাচ বাদে আইপিএলের রাতের ম্যাচ শুরু হতো ৮টা থেকে। এর আগে কখনই সপ্তাহের মাঝে আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হয়নি। বরাবরের মতো এবারও প্রাথমিকভাবে রবিবার ফাইনাল ম্যাচের পরিকল্পনা করা হয়েছিল। তবে তা বদলে যাওয়ায় এবার আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হবে মঙ্গলবার। সুতরাং, এই প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ফাইনাল খেলা হবে উইক ডে’তে। রাতের ম্যাচ ৩০ মিনিট এগিয়ে নিয়ে আসায় ডাবল হেডারে বিকালের ম্যাচও এগিয়ে নিয়ে আসতে হয়েছে আধ ঘণ্টা। টুর্নামেন্টের ১০টি ডাবল হেডারে প্রথম ম্যাচ বিকাল ৪টের বদলে শুরু হবে ৩টে ৩০ মিনিট থেকে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022