
নিউজটাইম ওয়েবডেস্ক : আজ পারদ বাড়ল বঙ্গে। যে জাঁকিয়ে শীতের অপেক্ষায় ছিল বঙ্গবাসী, সেই ছোঁয়া পাওয়া গেল না মঙ্গলবার সকালেও। তবে অন্যান্য দিনের তুলনায় আজ আকাশে কুয়াশাচ্ছন্নতার প্রভাব ছিল বেশি। সকালে বিগত কয়েকদিনের মতোই ঠান্ডার আমেজ পেয়েছে রাজ্যবাসী, বেলা বাড়তেই কেটে যাচ্ছে সেই শীতের ছোঁয়া। সব মিলিয়ে আজ আলিপুর আবহাওয়া দফতর কী পূর্বাভাস দিচ্ছে, জানুন।
গতকাল বঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রার পারদ আরেকটু বাড়ল। আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি।ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষে বঙ্গে শীত আসতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023