
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। অনিমেষ প্রামাণিক ।।
ভূপতিনগরের নাড়ুয়াবিলা বিস্ফোরণ স্থল থেকে মাত্র তিন কিলোমিটার দূরে পাতা কুড়াতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হল মা ও শিশু। চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা এলাকার ইটাবেড়িয়াতে।স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল বিকেলে বাঁশ বাগানে বাঁশপাতা কুড়াতে গেছিল ভগবানপুর বিধানসভা এলাকার ইটাবেড়িয়া গ্রামের বাসিন্দা শাহানা বিবি ও তার ছয় বছরের শিশু পুত্র। পাতার মধ্যে কিছু একটা দেখতে পেয়ে সেটা হাতে তুলে নেয় শিশুটি। অবাক মা জিনিসটি ফেলে দিতে বলে। নরম হাতে মায়ের দিকে অজানা জিনিসটি ছুঁড়ে দেয় ছোট্ট শিশু। তখনই ঘটে বিস্ফোরণ। ঘটনায় গুরুতর আহত হন মা ও ছোট্ট শিশু। বিস্ফোরণের শব্দে ঘটনাস্থলে ছুটে আসে পাড়া-প্রতিবেশীরা, আহত মা ও শিশুকে উদ্ধার করে মুগবেড়িয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মা ও ছেলেকে পাঠানো হয়েছে তমলুক জেলা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়। এই বোমা কোথা থেকে এলো, কারা বো্মা মজুদ করেছিল, ওই এলাকায় আরও কি এমন বোমা আছে এমন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। উত্তর খুঁজতে ঘটনার তদন্ত শুরু করেছে ভূপতিনগর থানার পুলিশ। পাশাপাশি বিষয়টি নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী রাজনৈতিক দল বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023