
সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ-দীপিকার বহু প্রতিক্ষিত সিনেমা ‘পাঠান’-এর প্রথম গান ‘বেশরম রঙ’ । আর তার পর থেকেই শুরু হয়েছে নানা রকম কুরুচিকর মন্তব্যের ঝড় । নেটিজেনরা ভরিয়ে দিচ্ছেন একের পর এক খারাপ মন্তব্যে । মূলত সমস্যা দীপিকার পোশাক নিয়ে । খোলামেলা পোশাকে দীপিকা বোল্ড লুকে এবং বোল্ড ডান্সিং স্টেপে ধরা দিয়েছেন শাহরুখের সঙ্গে । আর এতেই ধেয়ে এসেছে বিতর্কের ঝড় ।
এই সিনেমা বয়কটের ডাক দিয়েছেন একাংশ । এই বিতর্কের আগুনেই ঘি ঢাললেন ছোট পর্দা ‘শক্তিমান’ খ্যাত অভিনেতা মুকেশ খান্না । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এত ছোট পোশাকে তারকাদের আজকাল যেভাবে বড় পর্দায় উপস্থাপন করা হচ্ছে তাতে মনে হচ্ছে আগামি দিনে তাঁদের গায়ে আর কোনও সুতো থাকবেনা ।’
মুকেশ আরও বলেন, ‘সেন্সর বোর্ডের একটি বিষয় নিশ্চিত করা উচিত যাতে কোনও ধরনের চরিত্র কার ব্যক্তিগত ভাবাবেগে আঘাত না করে । যুব সম্প্রদায়কে বিভ্রান্ত করে এমন কোনও সিনেমা মুক্তিতে অনুমতি দেওয়া উচিত নয় সেন্সর বোর্ডের ।
- অবশেষে তিহাড় জেলেই ঠাঁই হল কেষ্টার - March 21, 2023
- ক্যান্সার আক্রান্ত বাবাকে দেখতে গিয়ে দেওয়া হল না উচ্চমাধ্যমিক পরীক্ষা - March 21, 2023
- হাজিরা এড়ালেন কালীঘাটের কাকু? - March 20, 2023