
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শুভঙ্কর সিনহা ।।
নেপাল হয়ে চিনে পাচারের আগেই শিলিগুড়ির নৌকাঘাট এলাকায় ডাবগ্রাম রেঞ্জের অভিযানে একটি গেকো প্রজাতির তক্ষক ও হরিণের সিং সহ তিনজনকে গ্রেফতার করল বনদপ্তর। ধৃত তিনজন হল বিষ্ণু বর্মন, আজিবুল হক ও সৌভিক দাম। বনদপ্তরের প্রাথমিক অনুমান এগুলি ভুটান থেকে চীনে পাচার করা হচ্ছিল। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর। মঙ্গলবার সকালে ডাবগ্রাম রেঞ্জে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বৈকন্ঠপুর বনবিভাগের এডিএফও দেবাশীষ ভঞ্জ বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বনদপ্তরের একটি টিম নৌকা ঘাট এলাকায় ঘাটি গেড়েছিল সে সময় একটি বাসে করে ওই তিনজন যাওয়ার সময় বাসটিকে দাঁড় করিয়ে তাতে তল্লাশি চালালে ধৃতদের কাছ থেকে এই তক্ষক ও হরিণের সিং উদ্ধার হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে এরা এগুলি চিনে পাচার করার ছক করেছিল। এই চক্রে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023