Notice: Undefined offset: 0 in /home4/newstime/public_html/wp-content/themes/newsium/functions.php on line 406

পাকিস্তানী সংবাদমাধ্যমের দৌলতে ‘খুনি’ বলিউড অভিনেতা আমির খান

নিউজটাইম ওয়েবডেস্ক : “আমির খান খুনি !” সম্প্রতি এমনই খবর সম্প্রচার করল পাকিস্তানের এক সংবাদমাধ্যম। তবে আমির খানকে ‘খুনি’ বলেই খান্ত হয়নি ওই সংবাদমাধ্যম একইসাথে অভিনেতার ছবিও দেখিয়েছে তারা। চাঞ্চল্যকর এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় আমির খানের ভক্তদের রোশানলে পড়ে পাকিস্তানের ওই নিউজ চ্যানেলটি। 

আসলে আমির খানের নাম নিয়েই হয়েছে গন্ডগোল। জানা গিয়েছে, দু-একটি খুন করার দায়ে দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তানের এমকিউএম নেতা সম্প্রতি ছাড়া পেয়েছেন। সেই খবরই সম্প্রচার করছিল পাকিস্তানী ওি নিউজ চ্যানেল। সেখানে নামের পাশেই ফুটে উঠতে দেখা যায় অভিনেতা আমির খানের ছবি। যে সাংবাদিক ওই গ্র্যাফিক্স প্লেটটি বানিয়েছেন তিনি এবিষয়ে বেশ অনভিজ্ঞ ছিলেন এমনটাই বলা চলে। আসলে তিনি না তো চেনেন অভিনেতা আমির খানকে আর না চেনেন এমকিউএম নেতাকে। তাই আমির খানের নাম দিয়ে ছবি সার্চ করে তিনি যা পেয়েছেন তাই বসিয়ে দিয়েছেন। দীর্ঘক্ষন টেলিভিশন স্ক্রিনে এই ভুল ছবি সম্প্রচারিত হয়ওয়াপ পরে হঠাৎ করেই ওই নিউজ চ্যানেল কর্তৃপক্ষ খেয়াল করেন বিষয়টি। সাথে সাথেই তাঁরা ছবিটি পরিবর্তন করে দেন। তবে ততক্ষনে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় সেই সম্প্রচারের স্ক্রিনশট। 

এই ভয়ংকর ভুলে ভরা পাক মিডিয়ার সম্প্রচারের স্ক্রিনশট টুইট করেন খ্যতনামা সাংবাদিক নায়লা ইনায়াত। সেখানে তিনি ছবির ক্যাপশনে লেখেন, ”খবরের হেডলাইন: দীর্ঘ ১৭ বছর পর এমকিউএম নেতা আমির খান দুটি খুনের ঘটনার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ” এর নিচেই ক্ষুদ্ধ সাংবাদিক নাইলা ইনায়ত লিখেছেন, ”জানতাম না তো ভারতের অভিনেতা আমির খান ১৭ বছর ধরে পাকিস্তানে রয়েছেন।… ” এই ট্যুইটি প্রকাশ্য়ে আসতেই বেজায় চটেছেন আমির খানের ভক্তরা। একইসাথে ট্রোলের শিকার হয়েছে পাকিস্তানী ওই নিউজ চ্যানেলটি। 

 

 

 

Inform others ?
Show Buttons
Hide Buttons