পাওনা টাকা চাওয়ায় শ্রমিককে চুল্লিতে ঠেলে দিল মালিক!

নিউজটাইম ওয়েবডেস্ক : পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার দুবরাজপুরে ইট ভাটায়  কাজের বাকি থাকা টাকা চাওয়ায় শ্রমিককে জলন্ত আগুনে চুল্লিতে ঠেলে ফেলে দেয়ার অভিযোগ মালিকের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই শ্রমিক

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার দুবরাজপুরে কেজিবি নামে একটি ইটভাটায়। অভিযোগ ইটভাটার কাজ করতে গিয়েছিল হলদিয়া সুতাহাটা থানার কুকড়াহাটি অঞ্চলের মতিরামপুর গ্রামের বছর ২৩ এর শুভঙ্কর কোটাল। তিন মাস কাজ করার পর দুই মাসের টাকা প্রেরণ করে মালিক। এরপর ওই শ্রমিক এর বাড়ি গিয়ে ৫ হাজার টাকা দিয়ে আবার কাজে যোগদান করতে বলে। কাজে যোগ দেওয়ার বেশকয়েক দিন পর ফের মালিক কে টাকা চাইতে গেলে মালিকের সাথে বচসা হয় ১৩ তারিখ রাত্রে।

অভিযোগ এরপরই ইটভাটার মালিক শুভঙ্কর কে ধাক্কা মেরে ফেলে দেয় জলন্ত আগুনের চুল্লিতে। যন্ত্রনায় চিৎকার শুনে ভাটায় কর্মরত শ্রমিকরা ছিল তাকে তড়িঘড়ি উদ্ধার করে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। প্রায় ৮৫ শতাংশ পুড়ে যাওয়ায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই শ্রমিক। পরিবারের পক্ষ থেকে ময়না থানায় অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ। ভাটার মালিক  গোপাল বর্মন এবং রাম হাজরা পলাতক। ঘটনায় উত্তেজনা এলাকায়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube