
নিউজটাইম ওয়েবডেস্ক : মাঝপথ থেকে ফেরানো হল মস্কোগামী বিমান। দিল্লির বিমানবন্দর থেকে রওনা হয়েছিল ওই বিমানটি। কর্মকর্তারা জানিয়েছেন, বিমান রওনা হয়ে যাওয়ার পরে বিমান সংস্থার কর্মীরা জানতে পারেন ওই বিমানের পাইলটের দেহে কোভিড-১৯ সংক্রমণ মিলেছে।
“এ-320 বিমানটি বন্দে ভারত মিশনের অধীনে আটকা পড়ে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে মস্কো যাচ্ছিল। তাই ওই বিমানে কোনও যাত্রী ছিল না। যখন বিমান উজবেকিস্তান পৌঁছে যায় তখন আমাদের দল বুঝতে পারে যে পাইলটদের মধ্যে একজনের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে,” এয়ার ইন্ডিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন। “বিমানটিকে তক্ষুণি ফিরে আসতে বলা হয়েছিল। শনিবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ এটি দিল্লিতে ফিরে আসে,” জানিয়েছেন কর্মকর্তারা। ওই বিমানের ক্রুকে পৃথক করা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, আটকা পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে আরও একটি বিমান মস্কোয় পাঠানো হবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022