
নিউজটাইম ওয়েবডেস্ক : পাঁচ বছরের শিশু কন্যাকে শ্বাস রোধ করে খুন, সরষে জমি থেকে বস্তায় বাধা অবস্থায় শিশুর মৃতদেহ উদ্ধার। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য নদীয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের হিজুলি এলাকায়। হিজুলি এলাকার বাসিন্দা সাবির মন্ডল তার পাঁচ বছরের শিশু কন্যা আশিকা খাতুন’কে গতকাল সন্ধ্যায় ওই এলাকারই যুবক আব্দুল গফফার শেখ লজেন্স এবং ক্যাডবেরি লোভ দেখিয়ে ওই শিশুটিকে বাড়ি থেকে নিয়ে যায়। ওই শিশুকন্যার বাবা সন্ধ্যেবেলা বাড়ি ফিরে তার মেয়েকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।
দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে জানতে পারে আব্দুল গফর শেখ তাকে লোভ দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। অভিযুক্তকে ধরে গ্রামবাসীরা। তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করলেও সে পুরো ঘটনাটির কথা অস্বীকার করে। এরপরই মারধর শুরু করে অভিযুক্তকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসা বাদের পর আনুমানিক রাত তিনটে নাগাদ অভিযুক্তর বাড়ির ঢিল ছোড়া দূরত্বে একটি সরষে জমি থেকে বস্তা বন্দী অবস্থায় ওই শিশু কন্যার দেহ উদ্ধার করে। এ বিষয়ে রানাঘাট জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি রূপান্তর সেনগুপ্ত বলেন, ইতিমধ্যেই অভিযুক্ত আব্দুল গফর শেখকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতে। তবে তাকে জিজ্ঞাসাবাদের পর পুরনো শত্রুতার জেরে এই খুন বলে পুলিশের মত। ওই শিশু কন্যার সঙ্গে কোনো রকম অশ্লীল আচরণ করা হয়েছে কিনা তা ময়না তদন্তের পরেই জানা যাবে বলে জানানো হয়েছে। শিশু কন্যার পরিবারের তরফ থেকে অভিযুক্তর ফাঁসির সাজা চাইছেন।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023