
নিউজটাইম ওয়েবডেস্ক : শীতের আমেজ গায়ে মেখেই মঙ্গলবার সকালে ঘুম ভাঙল রাজ্যবাসীর।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।উত্তুরে হাওয়ার দাপট অব্যাহত বঙ্গে, তাই সোয়েটার চাদরের উষ্ণতার মজা পাওয়া যাবে আজও। আজ বঙ্গের সর্বাধিক তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে জানা গিয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, ও আলিপুরদুয়ারে শীতের সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকবে পারিপার্শ্বিক। একই সঙ্গে দুই দিনাজপুর এবং মালদাতেও ঘন কুয়াশা দেখা যাবে। উত্তরের জেলাগুলিতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাও অনুভূত হবে বেশি। বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। আপাতত ভালো শীত অনুভূত হলেও এই আমেজ খুব বেশিদিন স্থায়ী না’ও হতে পারে। মৌসম ভবন জানাচ্ছে, রাজ্যে দুটি পশ্চিমী ঝঞ্ঝা পরপর প্রবেশ করবে। এর প্রভাবে শীতের তীক্ষ্ণতা ক্রমেই কমবে। আগামী ৪৮ ঘন্টা পর থেকে পারদ ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। পৌষ সংক্রান্তির দিন থেকেই গরম জামাকাপড়ে অস্বস্তি বাড়তে পারে।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023