পশ্চিমবঙ্গ সরকারের বাজেট পেশ, কী পেল সাধারণ মানুষ, জানুন

নিউজটাইম ওয়েবডেস্ক : আজ রাজ্য সরকারের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটের শুরুতেই চন্দ্রিমা বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দূরদর্শী নেতৃত্বদানের মাধ্যমে রাজ্য সরকার মানুষের জন্য অনুভূতিশীল দ্বায়িত্বপূর্ণ এবং পূর্ণাঙ্গ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছে। দুয়ারে সরকারের মাধ্যমে ৯.৬ কোটি মানুষ উপকৃত হয়েছেন, এমনটাই বলেন তিনি। কিন্তু বাজেটে সাধারণ মানুষের জন্য কী ঘোষনা করা হল তা পড়ে নিন এক ঝলকে।

ক্ষুদ্র শিল্প ও যুব সমাজের জন্য

রাজ্য সরকারের তরফে ৩৩ লক্ষ ৯ হাজার ১৬২ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ছোট ও ক্ষুদ্র শিল্পের জন্য ৫ লক্ষ টাকার লোন ঘোষণা করা হল। যুব সমাজের জন্য ভবিষ্যত ক্রেডিট কার্ড চালু করা হল। এই কার্ডে সর্বাধিক ৫ লক্ষ তাকার ঋণ পাবে যুব সমাজ।

সড়ক উন্নয়ন প্রকল্পে

গ্রামীন সড়কে গুরুত্ব দিয়ে ‘রাস্তাশ্রী’ নামক বিশেষ প্রকল্পের প্রস্তাব আনা হয়েছে। এই প্রকল্পে ১১.৫০০ কিলোমিটার গ্রামীন রাস্তা তৈরি করার কথা বলা হয়েছে। ৩০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই খাতে।

মৎস্যজীবী ও মহিলাদের জন্য

১৮ থেকে ৬০ বছরের মধ্যে মৎসজীবীদের মৃত্যু হলে ২ লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার। রাজ্যের ১.৮ কোটি মহিলাদের জন্য ৬০ বছর বয়স পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পাবেন। ৬০ বছর বয়স অতিক্রম করলে তাঁরা বার্ধক্য ভাতার আওতায় ১০০০ টাকা করে পাবেন প্রতি মাসে।

চা বাগান শ্রমিক ও বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে

চা বাগানের শ্রমিকদের জন্য পাট্টা ঘোষনা করা হয়েছে। যে সকল চা বাগান কর্মী স্থায়ী বাসস্থানের পাট্টার অধিকারী, তাঁদের সেই বাস্তু জমির পাট্টা দেওয়া হতে পারে। ‘বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে’ বিধায়ক প্রতি বরাদ্দ বাৎসরিক ৬০ লক্ষ টাকা থেকে ৭০ লক্ষ টাকা করার কথা বলা হয়েছে।

সরকারী কর্মচারীদের ডিএ প্রসঙ্গে

রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ ঘোষনা করেছেন। যদিও কবে থেকে এই ডিএ দেওয়া হবে তা পরিষ্কার করে বলা হয়নি।

সর্বশেষে চন্দ্রিমা বলেন, ‘আর্থিকভাবে সমস্যা থাকার পরেও মানুষের পাশে রাজ্য সরকার আছে… কেন্দ্রীয় সরকার রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে বিভিন্ন অর্থ দিচ্ছে না,তার জন্য রাজ্যের অর্থ ভান্ডারে প্রভাব পড়েছে।’

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube