পশ্চিমবঙ্গে করোনায় মৃত ১,০০০, বুধবার ফের আক্রান্তের সংখ্যা ১,৫০০ পার

নিউজটাইম ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু হল মোট ১,০০০ জনের। বুধবার আরও ২০ জনের মৃত্যুর পর রাজ্যে মোট মৃতের সংখ্যা একেবারে ১,০০০। এদিন মোট ১,৫৮৯ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। যার ফলে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার পার করল। বুধবার রেকর্ড ৭৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে, বুধবার পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীনের সংখ্যা ১২,,৭৪৭। এদিন সংখ্যাটি ৮২০ বেড়েছে। ফলে রাজ্যে সুস্থতার হার নেমে হয়েছে ৬০.০৬ শতাংশ। 

বুধবার রাজ্যে ১১,৩৮৮টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। যার ফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬.৫ লক্ষ ছুঁই ছুঁই। মোট পরীক্ষা হওয়া নমুনার ৫.৩ শতাংশ পজিটিভ মিলেছে। 

এদিনও আক্রান্তের সংখ্যায় পয়লা নম্বরে কলকাতা। কলকাতায় নতুন রোগী মিলেছে ৪২৫ জন। উত্তর ২৪ পরগনায় ৩৪৭, দক্ষিণ ২৪ পরগনায় ১৭৪ ও হাওড়ায় ১৫১ জন নতুন রোগী মিলেছে। এদিন মৃতদের মধ্যে ৯ জন কলকাতা ও ৬ জন উত্তর ২৪ পরগনার। হাওড়ায় ৩ জন মারা গিয়েছেন। ঝাড়গ্রাম ও কালিম্পং ছাড়া রাজ্যের সমস্ত জেলায় বুধবার নতুন করোনা রোগীর খোঁজ মিলেছে। 

উত্তরবঙ্গের মালদায় ১২১ জন ও দক্ষিণ দিনাজপুরে ৪৪ জন নতুন রোগী মিসেছে। দার্জিলিং জেলায় মোট ৬৪ জন নতুন রোগীর খোঁজ মিলেছে। ফলে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০০০ পার করল। মালদার পর উত্তরবঙ্গের দ্বিতীয় জেলা হিসাবে ১০০০ করোনা রোগী পার করল দার্জিলিং। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube