
নিউজটাইম ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গে আরও ভয়াবহ হল করোনা পরিস্থিতি। রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১,৫০০ ছাড়াল। যার ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যাও ৩০,০০০ পার করেছে। রবিবার পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে ২৬ জনের। আক্রান্তের বাড়বাড়ন্তে কমছে সুস্থতার হারও।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে রবিবার পশ্চিমবঙ্গে ১,৫৬০ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। যার ফলে রাজ্যটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০,০১৩ জন। এদিনও মৃত্যুতে এগিয়ে কলকাতা। ২৬ জন মৃতের ১৩ জনই কলকাতার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬২২ জন। যার ফলে মোট সেরে ওঠা ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ১৮,৫৮১। তবে আক্রান্তের সংখ্যা বাড়ায় করোনা অ্যাক্টিভের সংখ্যা পার করেছে ১০,৫০০। শুক্রবার পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা প্রথম ১০০০ পার করে। ২ দিনেই তা ১৫০০ পার করে ফেলল। এভাবে সংক্রমণ বাড়তে থাকলে পরিস্থিতি কী হতে পারে তা ভেবে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। পরিস্থিতি মোকাবিলায় নতুন করে কনটেনমেন্ট জোনে লকডাউন শুরু হলেও তাতে কাজ হবে কি না তা নিয়েও সন্দিহান অনেকে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022