
নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার রাজধানীতে কেন্দ্রীয় স্বারষ্ট্রমন্ত্রী আমিত শাহের সাথে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পশ্চিমবঙ্গের পরিস্থিতি সহ একাধিক বিষয় নিয়ে এদিন অমিতের সাথে বৈঠক করেন ধনখড়। প্রায় আধঘণ্টা ধরে দুজনের মধ্যে চলে কথোপকথন। বৈঠক শেষে হলুদ গোলাপ দিয়ে সৌহার্দ বিনিময়ও করেন তাঁরা।
এদিনের বৈঠকে বেশ ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে বলে দাবি করেন রাজ্যপাল। এরপর বৈঠক শেষ হওয়ার পর ধনখড় একটি ট্যুইট করেন। সেখানে তিনি লেখেন, “তিরিশ মিনিটের বেশি সময় ধরে সংসদের হাউসে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীকে পশ্চিমবঙ্গ প্রশাসন সংক্রান্ত বিভিন্ন সংকট এবং উপদ্রবকারী মত নিয়ে অবহিত করেছি”। এছাড়া বেশ কিছু জটিল ও উদ্বেগজনক বিষয় সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। সম্প্রতি সিএএ ও এনআরসি নিয়ে উত্তাল হয়েছিল দিল্লির পরিস্থিতি। সেই আবহের মধ্যেই এবার অমিত শাহের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশও করেন রাজ্যপাল। তাঁর কথায়, “পশ্চিমবঙ্গের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে রাজ্যের মানুষের ।” এছাড়াও রাজ্যের আরও আন্যানো পরিস্থিতি নিয়ে অমিত শাহের কাছে রিপোর্ট পেশ করেন রাজ্যপাল।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023