
রাজ্য পেতে চলেছে তৃতীয় বন্দে ভারত ট্রেন । হাওড়া-পুরির পর এবার নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত চলবে বন্দে ভারত এক্সপ্রেস । রবিবার ভোরে চলল তৃতীয় বন্দে ভারতের ট্রায়াল রান । রবিবার ভোর ৬টা ১০ মিনিট নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেয় তৃতীয় বন্দে ভারত ।
এটি পশ্চিমবঙ্গের তৃতীয় বন্দে ভারত হলেও, এই যাত্রা একটি কথা নিশ্চিত করে, উত্তরপূর্ব ভারতের প্রথম বন্দে ভারত পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা । বন্দে ভারতের এই ট্রায়াল রানে এনজেপি স্টেশনে উপস্থিত ছিলেন এডিআরএম সঞ্জয় চিলওয়ারওয়ার । তিনি জানান, এনজেপি গুয়াহাটি বন্দে ভারতের বাণিজ্যিক যাত্রা শুরুর সম্ভাব্য দিন ২৫ মে ।
বন্দে ভারতের এই যাত্রাপথে ট্রেনটি দাঁড়াবে নিউ কোচবিহার, বঙ্গাইগাঁ, কোকরাঝাড়, রঙ্গিয়া এবং কামাক্ষাতে । তবে রেল বোর্ডের পক্ষ থেকে এখনও কোনও কিছুই চূড়ান্ত করা হয়নি বলেই জানা যাচ্ছে ।তবে বন্দে ভারত এক্সপ্রেসের সুবাদে যেমন ভারতের উত্তরপূর্ব অঞ্চলের সাথে সংযোগ স্থাপন করা যাবে ঠিক তেমনই কমানো যাবে যাত্রার সময়ও ।
সপ্তাহে ৬ দিন চলবে এই ট্রেন । ৪১০ কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করা যাবে মাত্র ৬ ঘণ্টায় ।উত্তরপূর্ব অঞ্চলের সাথে কম সময়ে যোগাযোগ স্থাপন করার উন্নতমানের ব্যবস্থা এই বন্দে ভারত ।
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023