
নিউজটাইম ওয়েবডেস্ক : ২০০১ সালের সংসদ হামলা ও গত বছর পুলওয়ামা কান্ডের মূল চক্রী মাসুদ আজহার, তার পরিবার সহ বেপাত্তা বলে দাবি করেছে পাকিস্থান। প্যারিসে শুরু হওয়া আর্থিক বিষয়ে নজরদারির সংস্থা এফএটিএফ (ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স) এর কাছে ইমরান সরকার জানায়, এই কারনেই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। বেশ কড়াকড়ি সত্তেও এফএটিএফ যে এক্ষুনি পাকিস্থানকে কালো তালিকাভুক্ত করবেনা, তা বলাই বাহুল্য। তবে সুত্রানুসারে কালো তালিকা থেকে বাঁচতে পাকিস্থান যদি মিথ্যাচার করে থাকে তবে তার পর্দা ফাঁস করবে ভারতই।
এফএটিএফ এর প্লেনারি অধিবেশনে যদি ইমরান সরকার একই সুরে কথা বলেন, তবে হাটে হাঁড়ি ভাঙবে ভারত। গোয়েন্দা সুত্রে খবর, ভারতের কাছে রীতিমত অক্ষ-দ্রাঘীমা সমেত আছে মাসুদের ডেরার খবর। এবং সেই ব্রহ্মাস্ত্রই অধিবেশনে পেশ করবে ভারত। তবে ইতিমধ্যেই জানা যাচ্ছে রাওয়ালপিন্ডির কাছে ইসলামাবাদ সীমানায় চকশাহযাদে আইএসআই সেফ হাউসে রয়েছে জইশ প্রধান। সম্প্রতি জইশের পরিচালনার ভার পরেছে মাসুদের ভাই রাউফ আজঘরের হাতে। এবং জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর থেকে প্রায় শ-খানেক জঙ্গি ঢুকিয়েছে ভারতে। তার বিরুদ্ধেও কোনো পদক্ষেপ নেয়নি পাকিস্থান সরকার। এমনকি ২৬-১১ কান্ডের মূল চক্রী জাকিউর রহমান লকভির অঊস্থান সম্পর্কেও তথ্য আছে ভারতের কাছে যাকে পাকিস্থান সরকার বেপাত্তা বলে জানিয়েছে এফএটিএফের কাছে। প্রোবোজনে এই তথ্যও পেশ করা হতে পারে।Latest posts by news_time (see all)
- পথের সাথী “মিশন উজালা” - March 26, 2023
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023