
নিউজটাইম ওয়েবডেস্ক : পর্যটক না থাকার কারণে চালু হওয়ার এক মাসের মধ্যে দুটি ট্রয় ট্রেন পরিষেবা বন্ধ করছে উত্তর – পূর্ব সীমান্ত রেলের দার্জিলিং হিমালয়ান রেল। তার মধ্যে একটি নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং এবং আরেকটি দার্জিলিং ঘুম স্পেশাল জয় রাইড পরিষেবা। পর্যটকের চাহিদার কথা মাথায় রেখে নভেম্বর মাসেই শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত সপ্তাহে তিনদিন করে বাতানুকূল কামরার ট্রয় ট্রেন পরিষেবা চালু করেছিল ডিএইএইচআর। পাশাপাশি শীতকালের পর্যটন ও ক্রিসমাসের কথা মাথায় রেখে দার্জিলিং থেকে ঘুম অতিরিক্ত দুটি জয়রাইড পরিষেবা চালু করা হয়েছিল।
তার মধ্যে একটি পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। যার ফলে অনেকটাই হতাশ পর্যটনমহল। ডিএইচআর সূত্রে জানা গিয়েছে, ৫২৫৩৯ এনজেপি থেকে দার্জিলিং সপ্তাহে তিনদিন করে চলা এসি ট্রয় ট্রেন পরিষেবা ১৭ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় তিনমাস বন্ধ থাকবে। পাশাপাশি ০২৫৩৭ – ০২৫৫০ দার্জিলিং ঘুম স্পেশাল জয় রাইড ৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় একমাস বন্ধ থাকছে।Latest posts by news_time (see all)
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023
- কাজীপাড়ার ঘটনা নিয়ে সরব আইএসএফ বিধায়ক - April 1, 2023