পর্যটকের মাধ্যমে সংক্রমণ ছড়ানো ঠেকাতে তাজমহল বন্ধ করার নির্দেশ

নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্বের অন্যতম প্রেমের সৌধ তাজমহল ও এই দেশের আরও কয়েকটি পর্যটন স্থল বন্ধ রাখার আবেদন করা হল। মূলত: করোনাভাইরাসের জেরই এই সিদ্ধান্ত। আগ্রা পুরসভার মেয়র নবীন জৈন এই আবেদন করেছেন। তাজ মহল সহ যে সমস্ত জায়গায় বিদেশি পর্যটকদের ভিড় বেশি হয়, সেই সব জায়গা আপাতত বন্ধ রাখার আবেদন করেছেন তিনি।

আগ্রার মেয়র নবীন জৈনের অনুরোধ, বহু বিদেশি পর্যটক আগ্রায় আসেন তাজ মহল দেখতে। বিদেশিদের থেকেই ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তাজ মহল ও আরও কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য ভারত সরকারের কাছে আবেদন করা হবে। উত্তরপ্রদেশ সরকার
পরিস্থিতির মোকাবিলায় নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা আরও বাড়িয়েছে ।

উত্তরপ্রদেশ সরকারের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে  ২৯১৫জন বিদেশী পর্যটক আক্রান্ত দেশগুলি থেকে এই  রাজ্যে আসে। তাই এখন থেকে  এদের সবার ওপর নজর রাখা হচ্ছে। এদের মধ্যে ৭১৩ জন সুস্থ। ৭০৮ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। তিন জনের মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube