পরিবহন ব্যবস্থায় যুগান্তকারী পদক্ষেপ

।। স্বর্ণালী মান্না ।।

ভারতের ইতিহাসে এই প্রথমবার নদীর নীচে দিয়ে মেট্রোরেল চলল ।এই মেট্রোরেলের যাত্রাপথ ছিল মহাকরণ থেকে হাওড়া ময়দান স্টেশন পর্যন্ত । রেক নম্বর ৬১২ তে সফর করেছিলেন মেট্রোরেলের জেনেরাল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি সহ কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, এইচ এন জয়সওয়াল ও অন্যান্য আধিকারিকরা । বেলা ১১.৫৫ নাগাদ হুগলি নদী পার করে এই রেকটি ।

হাওড়া স্টেশনে পৌছতেই পুজো দেন পি উদয়কুমার রেড্ডি ।এই মাঙ্গলিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, এইচ এন জয়সওয়ালও । জনসাধারনের জন্য নিয়মিত পরিষেবা শুরু করার আগে আগামী ৭ মাস ধরে ট্রায়াল রান চালানো হবে বলে সুত্রের খবর ।মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক, কৌশিক মিত্র, জানিয়েছেন অনেক বাধার পর অবশেষে নদীর নীচ দিয়ে মেট্রো চালানো সম্ভব হয়েছে । পরিবহন ব্যবস্থায় এই যুগান্তকারী পদক্ষেপটি বাংলার মানুষের কাছে যেন নববর্ষের উপহার স্বরূপ ।হুগলি নদীর নীচে ৫৪০ মিটারের যাত্রা পথ পার করা যাবে ৪৫ সেকেন্ডে ।

১৯৪৩ সালে হাওড়া সেতু নির্মাণের ফলে হাওড়া শহরের সাথে কলকাতা শহরকে জুড়ে দেওয়া সম্ভব হয়েছিল ।এবার প্রায় দেড়শো বছর পর জলের নীচে দিয়ে সেটা আবার সম্ভব করে দেখাল মেট্রো রেল কর্তৃপক্ষ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube