
নিউজটাইম ওয়েবডেস্ক : ফের টলিপাড়ায় বসল বিয়ের আসর। এবার পরিচালক সৌমেন হালদারের সাথে সাত পাকে বাঁধা পড়লেন ছোটপর্দার অতি-জনপ্রিয় মুখ মল্লিকা মজুমদার। দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন মল্লিকা-সৌমেন। অবশেষে ১৪ ফ্রেব্রুয়ারি চার হাত এক হল তাঁদের।
জানা গিয়েছে, আগে থেকেই বিয়ের দিন হিসাবে ১৪ ফেব্রুয়ারির দিনটিকে বেছে নিয়েছিলেন অভিনেত্রী। এদিন তাঁদের বিয়ের অনুষ্ঠানে আত্মীয় পরিজন-বন্ধুবান্ধব ছাড়াও উপস্থিত ছিলেন একঝাঁক তাঁরকা। প্রেমদিবসের সন্ধ্যেয় আইনতভাবে বিয়ে সারলেন দু’জনে। গায়ে হলুদ, আশীর্বাদ, সিঁদুর দান-মালাবদল সব মিলিয়ে যেন এক সাধারণ বাঙালি বিবাহ সম্পন্ন হল। এর পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সৌমেন-মল্লিকার বিয়ের নানা মুহূর্তের ছবি। দীর্ঘদিন থেকেই মল্লিকার সাথে বন্ধুত্ব সৌমেনর। বন্ধুত্ব থেকে এবার শুরু হল তাঁদের দাম্পত্য জীবন। ‘বকুলকথা’ ধারাবাহিকে দেখা গিয়েছে মল্লিকাকে। এই ভারাবাহিকের পরিচালক ছিলেন সৌমেন হালদারই। বর্তমানে ‘ফিরকি’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে মল্লিকাকে। আর সৌমেন এখন ব্যস্ত ‘ধ্রুবতারা’র পরিচালনায়।Latest posts by news_time (see all)
- কথা রাখছেন সলমন খান - March 24, 2023
- “সব চোরেদের পদবী মোদীই কেন হয়?” বিপাকে রাহুল গান্ধী - March 24, 2023
- চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন - March 24, 2023