
ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার মানিকপুরে । অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ । ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ।
ধৃত ব্যক্তি মানিকপুরের বাসিন্দা অশোক দেবনাথ, তার স্ত্রী মীনা দেবনাথ (৫৫) । ৩৫ বছর আগে প্রেম করে বিয়ে হয়েছিল তাদের । তাদের এক ছেলে ও মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে । ছেলে কর্মসুত্রে নিউটাউনে থাকে ।
পুলিশ ও প্রতিবেশীদের সুত্রে জানা গিয়েছে মীনা দেবনাথকে বুধবার তারা দেখেছেন । তারপর আর তার সাথে কারোর দেখা হয়নি । ঐদিন স্বানী স্ত্রীর মধ্যে ব্যাপক ঝামেলা হয়েছে বলে জানা গিয়েছে ।
প্রতিবেশী এক গৃহবধুর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন অশোক দেবনাথ । এই ঘটনাকে কেন্দ্র করেই স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপক ঝামেলা হয় বুধবার । তারপর আর মীনার কোনও হদিস পাওয়া যায় নি । ভোররাতে বাড়ির পিছনে জঙ্গলের মধ্যে মীনা দেবীর দেহ পড়েছিল । প্রতিবেশী একজনকে ডেকে নিয়ে গিয়ে দেখান । খবর দেওয়া হয় সোনারপুর থানায় । পুলিশ এসে দেহ উদ্ধার করে ।
ঘটনায় মীনা দেবীর দাদা নিত্যগোপাল দেবনাথ সোনারপুর থানায় অশোক দেবনাথের বিরুদ্ধে খুনের লিখিত অভিযোগ দায়ের করেছেন । তার বক্তব্য, প্রায়ই মারধর করা হত তার বোনকে । তাদের সাথেও সম্পর্ক রাখতে দিত না বলে অভিযোগ । সোনারপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করলে অশোকের বয়ানে অসঙ্গতি পায় । শেষ পর্যন্ত পুলিশের কাছে স্ত্রীকে খুনের কথা স্বীকার করে অভিযুক্ত ।
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023