
।। স্বর্ণালী মান্না ।।
তাঁর বিরুদ্ধে উঠেছিল অভিযোগ । প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী, বরিস জনসনকে, ১০ লক্ষ ডলার ঋণ পাইয়ে দেয়ায় মধ্যস্থতা করেছিলেন তিনি । এরই মধ্যে ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন রিচার্ড শার্প ।
তবে এখনও পর্যন্ত কে ওই পদে যোগদান করবেন তা ঠিক না হওয়ার কারণে শার্পকে জুন মাসের শেষ পর্যন্ত ওই পদে থাকতে হবে বলে জানা যাচ্ছে ।
প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনকে ১০ লক্ষ ডলার ঋণ পাইয়ে দিতে সাহায্য করার অভিযোগের এখনও তদন্ত চলছে । তবে এই প্রসঙ্গে রিচার্ডের দাবি বিবিসির চেয়ারম্যানের পদে নিযুক্ত হওয়ার অনেক আগে তিনি জনসনকে এই ব্যাপারে সাহায্য করেছিলেন ।
তদন্ত চলাকালীন রিচার্ডের পদত্যাগ প্রয়োজনীয় না হওয়া সত্বেও তাঁর এই ইস্তফা উস্কে দিচ্ছে অনেক প্রশ্ন ।
Latest posts by swarnali manna (see all)
- পার্থর চিকিৎসায় গাফিলতি? - May 30, 2023
- আরও তীব্রতর হল কুস্তিগীরদের আন্দোলন - May 30, 2023
- কর্মবিরতির জেরে দূষিত চর্মনগরীর জলাশয় - May 30, 2023