পদত্যাগ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির

নিউজটাইম ওয়েবডেস্ক : পদত্যাগ করতে চলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহম্মদ। এদিন দুপুর ১টা নাগাদ নিজের পদত্যাপপত্র মালয়েশিয়ার রাজার কাছে পাঠালেন তিনি। তবে মাহাথির পরিবর্তে কে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে আসনে বসতে চলেছেন তা এখনও জানা ‌যায়নি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই পদত্যাগকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। মাহাথিরের পদত্যাগের পেছনে কোন কৌশলগত কারণ রয়েছে বলেও দাবি করেন অনেকে। পাকাতান হারাপান জোটের বেশ কয়েকজন নেতাও বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন। তাঁদের কথায়, জোটের অভ্যন্তরীণ চুক্তি অনুসারে ২০২৩ সালে নির্বাচনের আগে আনোয়ার ইব্রাহিমের দায়িত্ব হস্তান্তর করার কথা ছিল মাহাথিরের, কিন্তু তা না করার জন্যই এহেন কৌশল অবলম্বন করেছেন তিনি। তবে মাহাথিরের এই পদত্যাগপত্র মালয়েশিয়ার রাজা আদৌ গ্রহন করবেন কী না, তা নিয়েই রয়েছে সংশয়।

২০১৮ সালে ১০ মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহন করেন মাহাথির মোহাম্মদ। তিনি ১৫ বছর আগেও নির্বাচনে জয়ী হন, কিন্তু তখন প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেন তিনি। কিন্তু ২০১৮ সালে ফের বিশ্বের সবেচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী হিসাবে প্রত্যাবর্তন ঘটে তাঁর। ২০১৮ সালের সাধারণ নির্বাচনে মাহাথিরের নেতৃত্বে শর্তসাপেক্ষে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দল পিকেআর। এই নির্বাচনের প্রধান শর্ত ছিল, ক্ষমতায় এসে আনোয়ার ইব্রাহিমকে কারামুক্ত করবেন মাহাথির। এবং ২ বছর প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের পর ওই জোটসঙ্গীর হাতে প্রধানমন্ত্রিত্ব হস্তান্তর করে পদত্যাগ করতে হবে তাঁকে।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube