
নিউজটাইম ওয়েবডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান। চালু হল ইস্ট-ওয়েস্ট মেট্রো। বৃহস্পতিবার সল্টেলক সেক্টর ফাইভ থেকে মেট্রোর শুভ উদ্ভোধন করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়ও।
সন্ধে সওয়া ছটা নাগাদ পতাকা নাড়িয়ে মেট্রোর সূচনার করেন রেলমন্ত্রী। প্রাথমিকভাবে সেক্টর ফাইভ থেকে সল্টেলক স্টেডিয়াম পর্যন্ত ৬টি স্টেশনে চলবে মেট্রো। শুক্রবার থেকেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে এই পরিষেবা। তবে উল্লেখযোগ্যভাবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রাজ্য সরকারের কোনও প্রতিনিধি। আমন্ত্রণপত্রে মুখ্যমন্ত্রীর নাম না থাকায় আমন্ত্রিত সুজিত বসু, কাকলী ঘোষদস্তিদার ও বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তীও অনুষ্ঠান বয়কট করেন। যদিও মেট্রো রেলের ডেপুটি জেনারেল ম্যনেজার প্রত্যুষ ঘোষের দাবি, তিনি নিজে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022