পথের সাথী “মিশন উজালা”

।।স্বর্ণালী মান্না ।।

মাত্র ২৩ বছর বয়সে নিজের কাঁধে তুলে নিয়েছেন এক গুরু দায়িত্ত্ব । সাইকেল আরোহীদের প্রাণ বাঁচাতে উত্তর প্রদেশের লখনৌ জেলার অন্তর্ভুক্ত আশিয়ানার খুশি পাণ্ডে বিনামূল্যে সাইকেল আরোহীদের প্রতিফলিত লাল বাতি দান করছেন ।

নিজের দাদুকে পথ দুর্ঘটনায় হারানোর পর “মিশন উজালা” দিয়েই অন্যের প্রান বাঁচাতে তৎপর খুশি । মিশন উজালার আওতায় শুধু মাত্র সাইকেল আরোহীরাই উপকৃত হচ্ছেন না । ট্র্যাক্টর, অটো রিক্সা ও ব্যাটারি রিক্সাতেও লাগানো হচ্ছে প্রতিফলিত লাল আলোর স্টিকার ।

এই অভিনব উদ্যোগ নিয়ে একা পথ চলা শুরু করলেও, দিনে দিনে যুক্ত হয়েছে আরও বহু সেচ্ছাসেবক । সবাই মিলে, লখনৌ ও তার আশেপাশের জেলা গুলিতে প্রায় ১৫০০ এরও বেশি যানবাহনে প্রতিফলিত লাল আলো লাগাতে সক্ষম হয়েছে ।    

খুশির মতে সাইকেল বা অন্য যানবাহনে এই লাল আলো লাগানো সরকারের তরফ থেকে বাধ্যতামুলক করে দেওয়া উচিত । কেউ তা অবহেলা করলে, মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী হওয়া উচিত জরিমানাও । সাইকেলের ক্ষেত্রে এই প্রতিফলিত লাল আলোর ব্যাবহারে প্রাণহানীর সমস্যা অনেকটাই এড়ানো যাবে বলে মনে করছেন খুশি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube