
নিউজটাইম ওয়েবডেস্ক : পঞ্জাবের ইন্দো-পাক সীমান্ত দিয়ে এদেশে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করলো ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী । শনিবার সকালে বিএসএফের গুলিতে ৫ অনুপ্রবেশকারীর মৃত্যু হয়। সীমান্ত রক্ষী বাহিনীর ঊর্ধ্বতন আধিকারিকরা জানিয়েছেন, ওই অনুপ্রবেশকারীরা তরণ তারণ জেলার খেমকরণ সীমানা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলো। তখনই তা নজরে আসে বিএসএফের। এরপরেই গুলি করে হত্যা করা হয় অনুপ্রবেশকারীদের। বিএসএফের তরফে জানানো হয়েছে, “ওই অনুপ্রবেশকারীদের দেখতে পেয়ে প্রথমে তাঁদের থামতে বলেন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। কিন্তু তাঁরা সেই কথায় কান না দিয়ে বিএসএফকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর একরকম বাধ্য হয়েই আত্মরক্ষার্থে অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালান জওয়ানরা। বেশ কিছুক্ষণ গুলিযুদ্ধের পর ৫ অনুপ্রবেশকারীরই মৃত্যু হয়।”

Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022