
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শুভশ্রী মুহুরী ।।
তৃণমূল কংগ্রেসে অনুব্রত মণ্ডল এবং মদন মিত্রের তুলনা করে থাকে অনেকে। দুজনের মধ্যে একটি জায়গায় মিল, তা হল ‘কথা’। কেষ্ট এবং মদন, দুজনেই বারংবার নিজেদের মন্তব্যের জেরে আলোচিত হয়ে উঠেছে। তাঁদের মন্তব্যকে পাথেয় করে এসেছে তৃণমূলের বহু সমর্থক। বেদ বাক্যের মতো সে মন্ত্র আওড়েছে। এমনকি সেই মন্তব্যগুলির থেকে গানও বানানো হয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, এমন সময় তৃণমূল সমর্থকদের চাঙ্গা করতে জেগে উঠেছে মদন। অনুব্রত মণ্ডল একসময় নির্বাচনে নকুলদানা বিলি করার কথা বলেছিল। আর মদন বলছেন শিক কাবাবের কথা। কামারহাটির খাদ্য উৎসবে গিয়ে খাবার আর রাজনীতি আলাদা করলেন না মদন। বরং যোগসূত্র স্থাপন করলেন। পঞ্চায়েত নির্বাচনে শিক ও কাবাব দুটোই কাজে লাগানোর কথা বললেন কামারহাটির বিধায়ক। বললেন, পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের জন্য থাকবে শিক কাবাব। আর সেই শিক কাবাব নাকি তৈরি করবেন তৃনমূলের ছেলেরা। ‘কাঁচা মাংস ঝলসে ঘি বাটার লেবু টিপে বিট নুন লঙ্কা দিয়ে তৈরী হবে কাবাব। গ্রামের কালো মুরগি দিয়ে তৈরী হবে কাবাব l ভোট এক দুঘন্টার মধ্যে হয়ে যাবে।গোলকিপার ছাড়াই ভোট হবে l আর সিক কাবাবের শিকের কাজ আমরা ভোট কেন্দ্রের বাইরেই করে নেব ” পঞ্চায়েতের আগে এমনি মন্তব্য করলেন বিধায়ক মদন মিত্র l পঞ্চায়েত নির্বাচনের আগে মদন মিত্রের এমন মন্তব্য নিয়ে আলোচনা শুরু হতে পারে। ‘শিক কাবাব’ এর মতো শব্দবন্ধগুলি উপমা নয় তো ? নাকি নির্বাচনের আগে অশান্তির ইঙ্গিত দিলেন তিনি? ‘গোলকিপার ছাড়া ভোট হবে’, এমন মন্তব্যের সঙ্গেও কী বাস্তবে মিল খুঁজে পাওয়া যাবে? কী হবে পরিস্থিতি? বলবে সময়।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023