
নিউজটাইম ওয়েবডেস্ক : চতুর্থ দফার লকডাউন শেষ। সোমবার থেকে দেশে শুরু হচ্ছে লকডাউনের পঞ্চম পর্যায়। দেশে প্রতিদিন রেকর্ড সংখ্যক আক্রান্ত হলেও অর্থনীতি হাল ফেরাতে বাধ্য হয়েই দেশে আরও শিথিল করা হচ্ছে লকডাউন নিয়ম। এতদিন বন্ধ থাকা রেস্তোরাঁ, শপিং মল খোলা যাবে কি না সে বিষয়ে রাজ্যগুলিকেই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র বলেই জানা গেছে।
সরকারি এক আধিকারিক বলেন, “যে যে শহরে এখনও কোভিড-১৯ ভাইরাস খুব দ্রুত ছড়াচ্ছে সেরকম ১৩টি শহরে জারি থাকবে লকডাউনের কঠোর বিধি।” আধিকারিক এও জানিয়েছেন যে নতুন যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে যেখানে ধর্মীয় স্থানগুলি খোলার কথা বলা হলেও সেখানে কোনওরকম সমাবেশ বা অনুষ্ঠান করা যাবে না। অন্যদিকে আন্তঃরাজ্য পরিবহনে কেন্দ্রের তরফে অনুমতি মিললেও, শেষ অনুমতি দেবে রাজ্যই। কারণ কোন রাজ্যে কী পরিস্থিতি সেই দিকটি বিচার করেই সিদ্ধান্ত নেবে সে রাজ্যের সরকার। কোনও বিকল্প পরিকল্পনা রাখা যায় কি না সে বিষয়টি রাজ্যগুলি নিজেরা কথা বলে ঠিক করে নেবে এমনটাই জানান হয়েছে কেন্দ্রের তরফে। তবে মেট্রো চালু হওয়ার ক্ষেত্রে এখনও নিষেধাজ্ঞা জারি। যেহেতু বদ্ধ জায়গা সেখানে অনেকটাই তাই সংক্রমণের সম্ভাবনা সেখানে অনেকটাই বেশি। তবে সামাজিক দূরত্ব বিধি মেনে, কম যাত্রী নিয়ে নিয়ন্ত্রিতভাবে মেট্রো পরিষেবায় ছাড়পত্র মিলতে পারে বলে জানা গিয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022