
নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবার শেষ হচ্ছে ৪.০ দফার লকডাউন। তারপরেই সোমবার থেকে শুরু হচ্ছে পঞ্চম দফার লকডাউন। এই পরিস্থিতিতে নতুন করে রেল পরিষেবা স্বাভাবিক করতে চলেছে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ। আর সেই মর্মে সোমবার থেকে দেশজুড়ে ২০০টি ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসাথে পূর্ব রেলে একাধিক ট্রেন চালু হবে বলে খবর।
এবিষয়ে ভারতীয় রেলের তরফে রবিবার একটি ট্যুইট করা হয়। সেখানে বলা হয়েছে ১লা জুন থেকে দেশের বিভিন্ন প্রান্তে মোট ২০০ টি ট্রেন চালু করা হবে। প্রথম দিনেই ১ লক্ষ ৪৫ হাজার জন যাত্রী ট্রেনে সফর করবেন। ইতিমধ্য়েই মোট ২৫ লক্ষ ৮২ হাজার ৬৭১টিকিট বুক করা হয়েছে। প্রতিটি ট্রেনের কামরা গুলিই হবে সংরক্ষিত। সংরক্ষন ছাড়া কোন ব্যক্তিই ট্রেনে সফর করতে পারবেননা বলে জানিয়ে দেওয়া হয়েছে রেলের তরফে। সোমবার থেকে যে সমস্ত ট্রেনগুলি চলবেঃ দক্ষিণ-পূর্ব রেলে- সপ্তাহে প্রতিদিনই চলবে হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, আমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস, হাওড়া-বারবিল জনশতাব্দী, হাওড়া-মুম্বই মেল। অন্যদিকে সপ্তাহে ৫ দিনের জন্য চলবে যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস। এবং সপ্তাহে ৩ দিন চলবে শালিমার-পটনা দুরন্ত এক্সপ্রেস আর পূর্ব রেলে – সপ্তাহে প্রতিদিনই চলবে দিল্লি-আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস, হাওড়া-জোধপুর এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস। সপ্তাহে মোট ২দিন চলবে অমৃতসর-কলকাতা এক্সপ্রেস। সপ্তাহে ৩ দিন চলবে পুরী দুরন্ত এক্সপ্রেস। এছাড়া হাওড়া-পটনা জনশতাব্দী এক্সপ্রেস চলবে সপ্তাহে ৬ দিন।Latest posts by news_time (see all)
- হাওড়াবাসীদের জন্য একাধিক উপহার, আজ উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 9, 2023
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023