
নিউজটাইম ওয়েবডেস্ক : রাজস্থান বিধানসভার স্পীকার সি পি জোশীর জারী করা নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে সচিন পাইলট ও আরও ১৯ জন কংগ্রেস বিধায়ক যে আবেদন জানিয়েছিলেন তার শুনানী শুরু হল সোমবার। জয়পুর হাইকোর্টের জোধপুর বেঞ্চে শুনানিতে স্পীকারের আইনজীবি অভিশেক মনু সিংভি, স্পীকারের জারি করা নোটিশে আদলতের এক্তিয়ার নিয়েই প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, সচিন পাইলট ও তাঁর শিবিরের কোনো বিধায়কেরই এখনও পদ খারিজ হয়নি। বরং তিনি এই সকলের রাজনৈতিক অবস্থান সম্পর্কে জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছেন। যার অধিকার স্পীকারের আছে। তবে এই বিষয়ে শুনানি বিচার বিভাগের ক্ষমতা বহির্ভূত।
শুনানি পর্বে সিংভি জানান, আইনানুযায়ী কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের সদস্যের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে সদস্যপদ খারিজের আর্জি থাকলে, সেই সদস্যকে তাঁর বিবৃতি জানানোর জন্য নোটিশ পাঠান সংশ্লীষ্ট বিধানসভার স্পীকার। এই নোটিশ পাঠানো একেবারেই আইন বিরোধী নয়। তবে অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে সদস্য পদ খারিজ বা অন্য যে কোনো শাস্তি মূলক পদক্ষেপ নিলে সেই পদক্ষেপ সম্পর্কে শুনানি হতে পারে। তার আগে না। সিংভির এই বক্তব্যের পাল্টা জবাবে সচিন পাইলট বলেন, সেই একই আইনানুযায়ী দলের শীর্ষ নেতৃত্ব সম্পর্কে হতাশা প্রকাশ করলে তাকে কোনো ভাবেই দলত্যাগ বিরোধী পদক্ষেপ বলা যায় না। প্রসঙ্গত, বিধায়ক কেনাবেচার দায়ে অভিযুক্ত কেন্দ্রীয় জলমন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত জানান, তিনি নির্দোষ এবং যে কোনো তদন্তের সম্মুখীন হতে তৈরি। ইতিমধ্যেই তাঁর একটি অডিও টেপ ফাঁস হয় যেখানে তাঁকে শোনা গেছে রাজস্থানে বিধায়ক ভাঁওয়ারলাল শর্মাকে রাজস্থানের সরকার ফেলে দেওয়ার প্রস্তাব দিয়ে টাকার টোপ দিতে। এর জন্য তাঁকে রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ নোটিশও পাঠিয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022