নোটবন্দিতে বিদ্ধ কেন্দ্রীয় সরকার

।। স্বর্ণালী মান্না ।।

নোট বাতিলকে কেন্দ্র করে ফের একবার বিরোধীদের নিশানায় চলে এল মোদী সরকার । গতকাল ২০০০ টাকার নোট বাতিল করার ঘোষণা করেছে মোদী সরকার ।জানান হয়, আগামী সেপ্টেম্বর মাস অবধি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০০ টাকার নোট জমা করা গেলেও, রিজার্ভ ব্যাঙ্ক আর ২০০০ টাকার নোট ছাপবে না । আর এই নিয়েই শুরু হয়ে গেল রাজনৈতিক চাপানউতোর ।

বেঙ্গালুরুতে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে, মল্লিকার্জুন খাড়্গে বলেন প্রধানমন্ত্রী যখনই জাপানে যান, নোট বাতিলের ঘোষণা করে যান এমনই মন্তব্য করেন কংগ্রেস সভাপতি ।প্রসঙ্গত, জি ৭ সামিটে অংশগ্রহণ করতে প্রধানমন্ত্রী জাপানে গেছেন ।

অভিযোগের সুরে খাড়্গে জানান, ২০১৬ প্রধানমন্ত্রী যেমন ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে সাধারণ মানুষকে হয়রানির মুখে ঠেলে দিয়েছিলেন তার প্রায় ৭ বছর পরে আরও একবার জনগণের ভোগান্তি বাড়িয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী । তিনি আরও জানান, প্রধানমন্ত্রী জানেন না, এতে আদৌ লাভ হবে কি না তাও তিনি এরম একটা পদক্ষেপ নিলেন ।

কংগ্রেস সভাপতির এই মন্তব্য অন্যান্য দলের মতকেও তুলে ধরা হয়েছে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে । মল্লিকার্জুন খাড়্গের পাশাপাশি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সহ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ।

এম কে স্ট্যালিন এই প্রসঙ্গে জানান, নোট বাতিলের ঘোষণা কর্নাটক নির্বাচনে বিজেপির পরাজয়ের থেকে নজর ঘোরানর একটা চেষ্টা ।টুইট করে তিনি জানান, ‘৫০০ সন্দেহ, ১০০০ রহস্য, ২০০০ ভুল; একটি কৌশলে কর্নাটকের নির্বাচনী ব্যর্থতাকে চাপা দেওয়া’ ।  

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী টুইট করে জানান, এটা ২০০০ ধামাকা নয় বরং একটা “বিলিয়ন ডলার ধোঁকা” । কটাক্ষ করতে ছাড়েননি কেজরিওয়ালও । তিনি জানান, প্রথমে প্রধানমন্ত্রী বলেছিলেন দুর্নীতি আটকাতে হবে বলে বাজারে ২০০০ টাকার নোট আনা হয় । এখন আবার সেই দুর্নীতি আটকাবে বলে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার কথা ঘোষণা করা হল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube