নেপাল সীমান্তে এলোপাথাড়ি গুলি! নিহত এক ভারতীয় কৃষক

নিউজটাইম ওয়েবডেস্ক : মানচিত্র নিয়ে বিতর্ক আগে থেকেই ছিল। এবার নেপাল আর্মির গুলিতে এক ভারতীয় কৃষকের মৃত্যুর ঘটনায় সেই বিবাদ আরও চরম আকার ধারন করল। আহত হয়েছেন আরও চারজন। ঘটনাটি ঘটেছে বিহারের সীতামারি এলাকায়। আহতদের ইতিমধ্যেই সীতামারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথম এবিষয়ে তথ্য প্রকাশ্যে আনের বিহার সেক্টরের সশস্ত্র সীমা বলের আইজি। স্থানীয়দের দাবি, প্রথম নেপালের দিক থেকে গুলি তালোনা হয়। এবং ১৭ রাউন্ড চলে এই গুলি।

শুক্রবার আচমকা গ্রামের দিকে লক্ষ্য করে নেপালের পুলিশদের গুলি চালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা। স্থানীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গিয়েছে, নেপালি পুলিশের গুলিতে যে যুবকের মৃত্যু হয়েছে তাঁর নাম বিকেশ রাই। বছর ২৫-এর ওই যুবক লালবন্দির জনম নগরের বাসিন্দা। 

এই গুলি চালোনর ঘটনায় ইতিমধ্যেই প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেছে বিহারের সোনবরসা গ্রামের বাসিন্দারা। কিন্তু কী কারনে হঠাৎ গুলি চালানো হল! এবিষয়ে নেপাল পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন তাঁদের অস্ত্র কেড়ে নিতে উদ্যত হওয়ায় তাঁরা গুলি চালাতে বাধ্য হয়। তবে সীমান্তে উত্তেজনা কমাতে ইতিমধ্যেই সীমান্ত এলাকায় মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। 

এর আগেও ১৭ মে আকাশে গুলি চালায় নেপাল পুলিশ। ভারতের বিরুদ্ধে সেসময় সীমান্ত পার করার অভিযোগ উঠেছিল। কিন্চু শুক্রবারের এই ঘটনার জেরে ফের উত্তপ্ত হল ভারত-নেপাল সীমান্ত। জানা গিয়েছে, মৃত বিকেশ রাইয়ের মৃতদেহ ইতিমধ্য়েই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই তা দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো হবে বলে জানা গিয়েছে।

 

 

 
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube