নেই জল, বন্ধ মিড ডে মিলের রান্নাও

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : পর্যাপ্ত জলের অভাবে মিড ডে মিলের রান্না বন্ধ দুর্গাপুরের কুসুমতলা প্রাথমিক বিদ্যালয়ে । ক্ষোভে ফুসছে অভিবাবকরা, উদাসীন দুর্গাপুর নগর নিগম, সমালোচনার সুর বিরোধীদের কন্ঠে, বিপাকে পড়ুয়ারা ।

এই গরমে পর্যাপ্ত জল নেই, আর জলের এই সংকটে এবার বন্ধ হয়ে গেলো দুর্গাপুরের মুচিপাড়ার কুসুমতলা প্রাথমিক বিদ্যালয় । দুই দিন ধরে পর্যাপ্ত জল না আসাতে এখন মিড ডে মিল রান্না না হওয়ায় সমস্যা তৈরি হয় ।সমস্যায় পড়ে স্কুলের প্রায় ১৯২ জন পড়ুয়া । স্কুলের তরফে ভারপ্রাপ্ত শিক্ষক গৌতম কুমার বন্দোপাধ্যায় জানান, বিষয়টি দুর্গাপুর নগর নিগমকে জানানো হয়েছে কিন্তু কাজ হয়নি এখনও ।

এর আগেও জলের সমস্যা তৈরী হয়েছিল, কিন্তু সেবার কোনো ক্রমে সামাল দেওয়া গিয়েছিল, কিন্তু এইবার আর সমস্যার সমাধান হচ্ছে না । মিড ডে মিলের রান্না না হওয়াতে এখন ক্ষোভে ফুসছে অভিবাবকরাও । তারা বাড়ি থেকে খাবার এনে দিচ্ছেন যাতে করে অসুবিধে না হয় পড়ুয়াদের ।

জলের সংকট মোকাবিলাতে কুসুমতলা প্রাথমিক বিদ্যালয়ের পাশেই থাকা একটি বাড়ি থেকে পাইপ লাগিয়ে জল এনে মিড ডে মিলের রান্না চলছিল। তবে এখন সেখানেও বেঁধেছে বিপত্তি । আর জল দিতে চাইছেন না ওই বাড়ির মালিক । যার জেরে মিড ডে মিলের রান্নার সামগ্রী থাকলেও রান্না আর সম্ভব হচ্ছে না স্কুলে । রাঁধুনিরা বসে আছেন রান্নাঘরে । বারবার দুর্গাপুর নগর নিগমকে জানানোর পরও কেন কাজ হয়নি তা নিয়ে উঠেছে প্রশ্ন । এই প্রসঙ্গে সমালোচনার সুর বিরোধীদের কন্ঠে । একজোট হয়ে বিরোধীরা বিঁধেছে রাজ্যের শাসকদলকে । অন্যদিকে শাসকদল আশ্বাস দিয়েই দায় সারছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube