
।। তাপস লাহা ।।
নিয়োগ দূর্নীতিতে গ্রেফতার হয়েছে ছেলে অয়ন শীল ,এই ঘটনায় মুষড়ে পড়েছেন তার বাবা সদানন্দ শীল। ৮৪ বছর বয়সের এই বৃদ্ধ নিজের প্রয়োজনে এখনো ছাত্র পড়ান। কিন্তু ছেলেটা এমন হল কেন? এ প্রশ্নে বৃদ্ধ বলেন,সব কিছু ফর্মুলা মেনে হয়না, অনেক ঘটনাই তো এমন ঘটে।
চুঁচুড়ার জগুদাস পাড়ায় অয়নের বাড়ির পাশাপাশি রয়েছে তার তৈরি বহুতল আবাসন । যে আবাসন থেকেই গত শনিবার রাতে ইডির আধিকারিকরা আটক করে নিয়ে যায় অয়ন শীলকে, এবং তারপর থেকে অয়নের বাবা সদানন্দ ও মা অমিতা দেবী বাইরে বেরানো বন্ধ করে দিয়েছেন ।
অয়ন শীলের প্রতিবেশী সৌরভ রায়চৌধুরী জানান, অয়নের বাবা-মা খুবই ভালো মানুষ, এখনো ইংরেজির শিক্ষক হিসেবে ছাত্র-ছাত্রী পড়ানোর পাশাপাশি বহু ছাত্র-ছাত্রীদের সহযোগিতা করেন। অয়ন একটা সময় কম্পিউটারের কাজ করতেন, তারপরে চাকরি এবং পরে প্রোমোটারির কাজ শুরু করেন । তবে বর্তমান অবস্থা সম্পর্কে বলতে পারলেন না প্রতিবেশী । পাশাপাশি শ্বেতা চক্রবর্তী সম্পর্কে তাদের সে অর্থে কিছু জানা নেই , একই দাবি অয়নের আরেক প্রতিবেশী পার্থ ভট্টাচার্যও ।
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023