
নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লির চলতি হিংসায় সাহায্যের হাত বাড়ালো দিল্লি সরকার মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে সরকার। এ ছাড়া গুরুতর আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা করা হবে। বুধবার শীর্ষ এক সরকারি আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে এই খবর জানিয়েছেন।
হিংসায় পরিপূর্ণ রাজধানীর উত্তরপূর্বে কারফিউ জারি থাকলেও মৃত্যুমিছিল অব্যহত। বুধবার রাতে দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে চিকিৎসাধীন ২ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪জন। জখম আরও বহু ব্যক্তি। এর মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। সরকারের শীর্ষ এক আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, দিল্লি হিংসায় নিহতদের নিকট আত্মীয়কে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া গুরুতর জখম ব্যক্তিদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করবে সরকার। বিপর্যয় বা এই ধরনের অন্য কোনও ঘটনায় ক্ষতিগ্রদের আর্থিক সহায়তা নিয়ে সরকারের একটি প্রকল্প আছে। সেই প্রকল্প থেকে আর্থিক সহায়তা করা হবে বলে ওই আধিকারিক জানিয়েছেন। তবে তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করতে সরকারের তরফে ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। আর্থিক সহায়তার টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022