নিষিদ্ধ মাদক সহ গ্রেফতার ৪

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের মাদক পাচারের ঘটনার হদিশ মিলল ময়দান চত্বরে। ইতিমধ্যেই ঘটনার সাথে জড়িত ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।  ঘটনাটি ঘটেছে ময়দান থানার অধীনে সৈয়দ বাবা মাজারের সামনে। গত ২২তারিখ সন্ধ্যা ৫টা ৫০মিনিট নাগাদ  গ্রেফতার হয় তাদের।

জানা গিয়েছে, ২টি গাড়ি করে মাদক পাচার করা হচ্ছিল। এরপর হানা দিয়ে সেই দুটি গাড়ি থেকে প্রচুর পরিমাণ  ইয়াভা ট্যাবলে‌ট পাওয়া ‌যায়।‌ এই ইয়াভা ট্যাবলেট হল একপ্রকার নিষিদ্ধ মাদক।

প্রায় ১৩.৮৩ কেজি এই নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয় । এর মধ্যে  ১লক্ষ ২০ হাজারটি ইয়াভা ট্যাবলেট  ছিল।যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা ধৃতদের মধ্যে একজন কালিয়াচক গ্রাম পঞ্চায়েতের তৃণমুল প্রধান আমিরুদ্দিন শেখ। মূলত,মালদা ও মণিপুরের বাসিন্দা তারা।  এস টি এফের গোয়েন্দারা গোপন সূত্রে খবর পান। তারপর তারা সময়মত হানা দিয়ে মাদত বাজেয়াপ্ত করেন।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube