
নিউজটাইম ওয়েবডেস্ক : চতুর্থবারের জন্য মৃত্যু পরোয়ানা জারি হল।নির্ভয়াকান্ডে ফাঁসির নতুন দিন ঘোষণা করা হল। আগামী ২০ মার্চ ভোর ৫.৩০টায় নির্ভয়ার চার অপরাধীর ফাঁসি কার্যকর করা হবে। বৃহস্পতিবার এমনটাই জানাল দিল্লি আদালত।
প্রসঙ্গত , নির্ভয়ার অপরাধীদের বিরুদ্ধে নতুন করে মৃত্যু পরোয়ানা জারির আর্জি নিয়ে বুধবার আদালতের দ্বারস্থ হয়েছিল দিল্লি সরকার। নির্ভয়াকাণ্ডে দোষী পবন গুপ্তার প্রাণভিক্ষার আর্জি খারিজ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপরই নতুন করে ৪ দোষীর বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারির আর্জি জানায় দিল্লি সরকার। বুধবার আদালতে দিল্লি সরকারের তরফে জানানো হয়েছিল, অপরাধীরা সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফলে ফাঁসির ক্ষেত্রে আর কোনও বাধা নেই। এর আগে, নির্ভয়ার অপরাধীদের ফাঁসি তিনবার পিছিয়ে গিয়েছে। গত মঙ্গলবার সকাল ৬টায় ফঁসি কার্যকর করার কথা ছিল। কিন্তু একেবারে শেষবেলায় সোমবার ফাঁসি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া। সোমবার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানান অন্যতম সাজাপ্রাপ্ত অপরাধী পবন কুমার গুপ্তা। রামনাথ কোবিন্দ সেই আর্জি খারিজ করার পর, দিল্লি কারা আইন অনুযায়ী, ১৪ দিনের জন্য পিছিয়ে যায় ফাঁসি। প্রথমে ২২ জানুয়ারি, পরে ১ ফেব্রুয়ারি নির্ভয়া গণধর্ষণ মামলায় দোষীদের ফাঁসির দিন ঠিক হয়েছিল। কিন্তু নানারকম আইনি জটিলতায় বারবারল স্থগিত হয়ে গিয়েছিল ফাঁসি কার্যকর করার প্রক্রিয়া। ২০১২ সালের ডিসেম্বরে নির্ভয়া গণধর্ষণকাণ্ডে অভিযুক্ত হন পবন গুপ্তা (২৫), বিনয় শর্মা (২৬), অক্ষয় কুমার সিং (৩১) ও মুকেশ সিং (৩২)।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022