
নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লি গণধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির মধ্যে পবন কুমার গুপ্তের (২৫) যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। ফাঁসির বদলে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল পবন। এদিকে আদালতের সুপ্রিম নির্দেশমতো আগামীকালই দোষীদের ফাঁসি কার্যকর হওয়ার কথা।
সোমবার বিচারপতি রামানার কক্ষে এই আবেদনের শুনানি করেন বিচারপতি এন ভি রামানা, বিচারপতি অরুণ মিশ্র, আর এফ নরিমন, আর ভানুমথি ও অশোক ভূষণের একটি বেঞ্চ। নির্ভয়াকাণ্ডে ফাঁসি ঠেকাতে আবারও মরিয়া চেষ্টা চালায় অপরাধীরা। রায় সংশোধনের আর্জি জানিয়ে শুক্রবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নির্ভয়াকাণ্ডে দণ্ডিত পবন গুপ্তা। ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাবাসের সাজার আবেদন জানিয়ে শুক্রবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে পবন, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনই খবর। উল্লেখ্য, পবন কুমার এখনও পর্যন্ত আইনি প্রক্রিয়ার দ্বারস্থ হয়নি। এর আগে নির্ভয়ার তিন অপরাধী মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় কুমারের প্রাণভিক্ষার আর্জি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ খারিজ করে দিয়েছিল। অপরাধীদের আইনি প্রক্রিয়ার জটে এর আগে দু’দুবার পিছিয়ে গিয়েছিল ফাঁসি কার্যকর করার প্রক্রিয়া।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022