নির্বাচনে জিতে ফিরতেই নিশানায় আপ বিধায়ক, দুষ্কৃতীর গুলিতে নিহত ১

নিউজটাইম ওয়েবডেস্ক : মাত্র কয়েক মুহূর্তের জন্য প্রানে বাঁচলেন আপ বিধায়ক নরেশ যাদব। মঙ্গলবার রাতে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় গুলিবিদ্ধ হল এক আপ কর্মী। অন্যদিকে গুলিতে জখম হয়ে অপর এক আপ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন । তাঁর অবস্থাও বেশ সংকটজনক। ঘটনার পরেই আম আদমি পার্টির টুইটার হ্যান্ডেলে বিষয়টি জানানো হয়েছে।

মঙ্গলবার ৬২ টি আসনে জয়লাভ করে দিল্লির কুর্সি দখল করেছেন অরবিন্দ কেজরিওয়াল। এদিনই মন্দিরে পুজো দিয়ে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন আপ কর্মী অশোক মন। এবিষয়ে আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেন, দিল্লি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা শেষ হয়ে যাওয়ার পর দলের কর্মীদের নিয়ে মেহরৌলির একটি  মন্দিরে পুজো দিতে ‌যান আপ বিধাযক নরেশ যাদব৷ মন্দির থেকে ফেরার পথে আচমকাই বিধায়কের কনভয় লক্ষ্য করে গুলি চালাতে থাকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা৷ ‌যদিও এদিন দুষ্কৃতীদের নিশানায় ছিলেন খোদ বিধায়ক নরেশ যাদবক। কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও গুলি গিয়ে লাগে তাঁরই সঙ্গে থাকা আপ কর্মী অশোক মনের শরীরে। একই সাথে গুলির আঘাতে জখম হন অপর এক আপ কর্মী।

মঙ্গলবার রাতের এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আল সাংসদ সঞ্জয় সিং। দেশের আইন শৃঙ্খলা নিয়েও এদিন প্রশ্ন তোলেন তিনি। তবে এখনও প‌র্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube