
নিউজটাইম ওয়েবডেস্ক : ।।শান্তনু করণ ।।
গঙ্গা থেকে উদ্ধার হলো নিরাপত্তা কর্মীর তাড়া খেয়ে গঙ্গায় ঝাঁপ দেওয়া প্রসেনজিতের দেহ।উল্লেখ্য, তিন বন্ধু শিবপুর বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিল গতকাল বিকেলে। তিনজনের বয়স প্রায় ১৮ থেকে ২২ এর মধ্যে। তারা বি গার্ডেন বাস স্ট্যান্ড এলাকার বাসিন্দা। পরিবারের লোকের অভিযোগ, গার্ডেনের নিরাপত্তা রক্ষীরা এদের তাড়া করলে দুজন গঙ্গায় ঝাঁপ মারে। যার মধ্যে প্রসেনজিৎ মাঝি’কে ওইদিন খুঁজে পাওয়া যায়নি।পুলিশ সূত্রে খবর গতকাল গভীর রাতে তার দেহ উদ্ধার হয় গঙ্গা থেকে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি পুলিশে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।তবে এই পুরো ঘটনায় ঘনাচ্ছে রহস্যLatest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023